কমলার খোসা ত্বকের তৈলাক্ত ভাব কমায়,ব্রণের সমস্যা দূর করতে এর জুড়ি মেলা ভার।

কলার খোসা দাঁত ঝকঝকে করতে সাহায্য করে। দাঁতে হলুদ ছোপ পড়লে কলার খোসা ঘষে নিন।

স্বাস্থ্যকর উজ্জ্বল এবং ময়শ্চারাইজড ত্বকের জন্য পেঁপের খোসা ও মালাই ফেস প্যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলুর খোসার মধ্যে থাকা উত্সেচক ও ভিটামিন সি ত্বকের কালো ছোপ, চোখের কোলের কালি, ফোলা ভাব, ক্লান্তি দূর করতে সাহায্য করে।

দুধ, মধু ও ওটসের সঙ্গে লেবুর খোসা মিশিয়ে একটা ফেস মাস্ক তৈরি করুন। ত্বক থেকে তেল দূর করে উজ্জ্বলতা আনতে এই মাস্ক খুব উপকারি।