18 May, 2024

ভুলেও বাড়ির এই কোণে মানিপ্ল্যান্ট রাখবেন না!

credit: istock

TV9 Bangla

বাস্তুশাস্ত্রে বৃক্ষ ও উদ্ভিদের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিটি উদ্ভিদের নিজস্ব পরিচয় আছে। একইভাবে মানি প্ল্যান্টকে অর্থের প্রতীক বলে মনে করা হয়।

ভুল দিকে মানি প্ল্যান্ট পোঁতা মানে আর্থিক সংকট, আর সঠিক দিক মানে শুধু টাকা। তাহলে মানি প্ল্যান্ট লাগানোর সঠিক দিক কোনটি?

মানি প্ল্যান্টকে বাড়ির অর্থের প্রতীক বলে মনে করা হয়। আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে ও আর্থিক অবস্থার উন্নতি করতে বাড়িতে মানি প্ল্যান্ট রোপণ করুন।

ঘরে লাগানো মানি প্ল্যান্ট যত বাড়ে, ততই মানুষ উন্নতি করে। তাই এর ডালপালা কখনওই মাটি স্পর্শ করা উচিত নয়। কাণ্ড নেমে গেলে আর্থিক ক্ষতি হয়।

বাড়িতে যদি মানি প্ল্যান্ট থাকে তবে তা কখনওই শুকাতে দেবেন না। এর পাতা শুকিয়ে গেলে বা হলুদ হয়ে গেলে অবিলম্বে সরিয়ে ফেলুন।

শুকিয়ে যাওয়া মানি প্ল্যান্ট বাড়িতে দুর্ভাগ্যের প্রতীক। তাই যত তাড়াতাড়ি সম্ভব, মানি প্ল্যান্ট সরিয়ে ফেলুন। আখেরে লাভবান হবেন আপনিই।

উত্তর-পূর্ব দিকে মানি প্ল্যান্ট লাগানো উচিত নয়। এদিকে মানি প্ল্যান্ট পুঁতলে পরিবারের সদস্যদের আর্থিক সংকটে পড়তে হয়।

মানি প্ল্যান্ট লাগানোর সেরা দিক দক্ষিণ-পূর্ব। এই কোণে ভগবান গণেশের দিক বলে মনে করা হয়। এই কোণে মানি প্ল্যান্ট লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। লক্ষ্মী বাস করেন।