উত্তর-পূর্ব দিকে মানি প্ল্যান্ট লাগানো উচিত নয়। এদিকে মানি প্ল্যান্ট পুঁতলে পরিবারের সদস্যদের আর্থিক সংকটে পড়তে হয়।
মানি প্ল্যান্ট লাগানোর সেরা দিক দক্ষিণ-পূর্ব। এই কোণে ভগবান গণেশের দিক বলে মনে করা হয়। এই কোণে মানি প্ল্যান্ট লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। লক্ষ্মী বাস করেন।