ভাদ্রের কারণে, এ বছর রক্ষাবন্ধন দুটি তারিখে পালিত হতে চলেছে। ক্যালেন্ডার অনুসারে, ৩০ ও ৩১ অগস্ট উভয়ই পালিত হবে রক্ষা বন্ধন।
পঞ্চাঙ্গ অনুসারে, ৩০ অগস্ট রাত ৯টা ২ মিনিটের পর ও ৩১ অগস্টের সকাল ৭টা ৫ মিনিট পর্যন্ত রাখি বাঁধতে পারেন ভাই-বোনেরা।
ভাই-বোনের মধ্যে অটুট ভালোবাসার উৎসব হল রক্ষাবন্ধন। এদিনে এমন কিছু করবেন না যাতে এই পবিত্র সম্পর্কের উপর নেতিবাচক বা অশুভ প্রভাব ফেলে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাখির দিন রাখি বাঁধার সময়, ভাই ও বোন উভয়েরই কিছু কাজ এড়িয়ে চলা উচিত। কী সেই নিয়ম?
ভাদ্র মাসে রাখি বাঁধা একেবারেই উচিত নয়। শাস্ত্রে ভাদ্রকে অশুভ বলে ধরা হয়েছে। তাই এই সময় কোনও শুভ কাজ করা নিষিদ্ধ।
ভাদ্রকাল, ৩০ অগস্ট সকাল থেকে রাত ৯টা ২ মিনিট পর্যন্ত থাকবে। তাই রাত ৯টা ২ মিনিটের পরেই ভাইয়ের কব্জিতে রাখি বাঁধতে পারেন।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাখির দিন ভাইয়ের কব্জিতে রাখি বাঁধার সময় উত্তর-পশ্চিম দিকে বসে রাখি বাঁধা উচিত নয়। বোনের মুখ দক্ষিণ-পশ্চিম দিকে ও ভাইয়ের মুখ উত্তর-পূর্ব দিকে হওয়া উচিত।
রাখির দিন ভাইয়ের কব্জিতে প্লাস্টিকের তৈরি রাখি বাঁধবেন না যেন। কারণ প্লাস্টিকে কেতুর প্রভাব থাকে।