কোনও কিছু গরম খাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে যেটি হয়, তা হল জিভেটি পুড়ে যায়। আর তার জ্বালা-যন্ত্রণা থাকে বেশ কয়েকদিন ধরে।

তবে এই সমস্যা থেকে প্রতিকার পেতে ঘরোয়া কিছু জিনিসেই হবে স্বস্তি। জিভ পুড়ে গিয়ে পরবর্তীকালে ঘায়ে পরিণত হয়।

গরম কফি বা চা পান করতে গিয়ে ভুল করে জিভ পুড়ে যায়। জ্বালা-যন্ত্রণার কারণে না কিছু খাওয়া যায়,  না পান করা যায়।

মুখের ভিতরের এই সমস্যা সারাতে ঘরোয়া উপায়ই অবলম্বন করতে পারেন।

ভুলবশত গরম জিনিস খেয়ে বা পান করে জিভ পুড়িয়ে ফেললে এমন কিছু খান যাতে জিভে ঠান্ডা অনুভূত হয়। ঠান্ডা দই থাকলে পোড়া জিভের উপর লাগিয়ে নিন।

গরম খেয়ে জিভ পুড়িয়ে ফেললে সঙ্গে সঙ্গে পুদিনা পাতা পিষে, তাতে কিছু মধু যোগ করুন। এরপর জিভের পোড়া অংশে প্রয়োগ করুন।

স্বস্তি পেতে নুন দিয়ে ঠান্ডা জল পান করুন। পারলে গার্গল করতে পারেন।

জিভের পোড়া অংশে বেকিং সোডা খুব ভাল কাজে দেয়। এক গ্লাস ঠান্ডা জলের মধ্যে আধ চা চামচ বেকিং সোডা যোগ করে মুখের ভিতর ধুয়ে ফেলুন।