পোষ্যকে কি চকোলেট খেতে ভালবাসে? কত বড় ক্ষতি করছেন জানুন

নুন, চকোলেট, মশলা... এগুলো কি কুকুরের জন্য খারাপ? পোষা শিশুকে সুস্থ ও সুখী রাখতে কী কী খাবেন, জানুন

আজ আন্তর্জাতিক কুকর দিবস। একটি শিশুর থেকে পোষ্য়কে কোনওভাবে আলাদা করা যায় না।

মানুষের সন্তানের মতই কুকুরও পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাই তার ডায়েট সম্বন্ধে বিশদে জেনে রাখা ভাল।

অনেকেই যখন পোষ্যের জন্য রান্না করেন, তখন নুন, চকোলেট, মশলা যোগ করেন। কিন্তু জানেন কি, এতে প্রিয় বন্ধুর কতটা ক্ষতি হচ্ছে!

চিকিত্‍সকদের মতে, যে সব খাবারে মশলা, নুন, চিনি ও অন্যান্য প্রিজারভেটিভ উপকরণ থাকে, তা এড়িয়ে যাওয়াই ভাল।

সাধারণত মানুষের খাবার কখনওই একটি কুকুরের পাচনতন্ত্রের জন্য উপযুক্ত নয়।  বিশেষ করে চকোলেট কুকুরের জন্য মারাত্মক হতে পারে।

নিজেরাই বাড়িতে রান্না করে পোষ্যকে খেতে দিন। চকোলেট কেক বা আইসক্রিম কখনও দেওয়া উচিত নয়।

পোষ্যের ডায়েট নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই পশুচিকিত্‍সকের সঙ্গে পরামর্শ নিন।