মহিলাদের ইস্ট সংক্রমণ খুব সাধারণ বিষয়। কিন্তু সময়মতো এর যত্ন নেওয়া জরুরি।
আঁটোসাঁটো পোশাক পরলে বা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ইস্ট সংক্রমণ হয়।
যোনিদেশে ইস্ট সংক্রমণ এড়াতে আপনি রসুনের সাহায্য নিতে পারেন।
রসুন আমাদের দেহে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে।
এছাড়া রসুনে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে।
রোজের ডায়েটে রসুন রাখলেও আপনি এই উপকারিতাগুলো পাবেন।
এছাড়া রসুন থেঁতো করে যোনিদেশে লাগাতে পারেন। এতেও কমবে সংক্রমণের ঝুঁকি।