দেশ জুড়েই পালিত হয় মকর সংক্রান্তি। বিশেষ এই দিনটি ভারতীয় লোকসংস্কৃতিতে খুবই গুরুত্বপূর্ণ

পিঠে ছাড়াও মকরের অন্যতম অঙ্গ হল ঘুড়ি উৎসব। পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় এদিন সকাল থেকেই আকাশ ছেয়ে যায় ঘুড়িতে। করা হয় প্রতিযোগিতার আয়োজনও।

মকর সংক্রান্তি যেহেতু কৃষিকাজের উৎসব তাই এই উৎসবে প্রধান পুজো পান সূর্যদেব। সূর্যদেবকে খুশি করতেই বিভিন্ন রাজ্যে চলে ঘুড়ির উৎসব। গুজরাতে এই ঘুড়ি উৎসব উপলক্ষ্যে স্কুল, অফিস সব বন্ধ থাকে

কৃষিকাজের শক্তি দেন তিনি। সূর্যের কৃপাতেই গোলা ভরে ফসলে। তাই এদিন সূর্যের কাছে নিজের বার্তা পাঠাতেই আয়োজন করা হয় এই ঘুড়ি উৎসবের

তবে ঘুড়ি ওড়াতে গিয়ে বেশ কিছু দুর্ঘটনার খবরও কিন্তু শোনা যায়

এদিন কিন্তু পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়াতে হয় টুসু পরব। টুসু পুজো, ভাসানে মাতেন গ্রামবাংলার মানুষরা