তাজমহলের সৌন্দর্য্যে মুগ্ধ প্রিন্সেস ডায়নাও। এমনকি ভারত সফরে এসে তাজমহলে দর্শন করেননি এমন কেউ নেই।
তাজমহলে প্রিন্সেস ডায়না বেঞ্চে ছবি তুলেছেন ডায়নার ছেলে প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রীও।
প্রত্যেক পর্যটকেরই ইচ্ছে থাকে ওই বিশেষ বেঞ্চে বসে তাজমহলকে সাক্ষী রেখে ছবি তোলা।
১৯৯২ সালে ভারতে এসে প্রথম তাজমহল দেখতে গিয়েছিলেন।
জনপ্রিয় মার্বেল বেঞ্চে ডায়না বসে ছবি তোলার পর থেকেই ওই বসার জায়গা নাম হয়েছে ডায়না বেঞ্চ।
তবে এই বেঞ্চ শাহজাহান নয়, তৈরি করেছিলেন লর্ড কার্জন।
ইতিহাস বলছে, ১৯০২ সালে ভাইসরয় লর্ড কার্জন আগ্রায় এসে কেন্দ্রীয় ট্যাঙ্রে চারটি মার্বেল বেঞ্চ নির্মাণ করেছিলেন।