২০২০ সালে গ্ল্যামার দুনিয়া ছেড়ে দিয়েছিলেন সানা
জানিয়েছিলেন আপাতত তাঁর ইচ্ছে ধর্মেই মন দেওয়া
তুলে নিয়েছিলেন হিজাব, জানিয়েছিলেন আর কোনওদিন অভিনয়ে ফিরবেন না
সানার এ হেন সিদ্ধান্ত শুনে চমকে গিয়েছিলেন সকলেই
তবে সানা জানিয়েছিলেন নিজের 'ভুল' সম্পর্কে অবগত হয়েই এই সিদ্ধান্ত তাঁর
বর্তমানে গ্ল্যামার থেকে দূরে চলে গেলেও একসময় এই সানা-ই ছিলেন বলিপাড়ার সেনসেশনাল রানি