অনেকেরই প্রস্রাবে দুর্গন্ধ বের হয়। উপেক্ষা করলেই মারাত্মক ভুল করবেন আপনি।

কম জল খেলে এমন সমস্যা সাধারণত দেখা যায়। তবে চিকিত্‍সকরা জানাচ্ছেন অন্য কথা।

প্রস্রাবের ঝাঁঝালো গন্ধ মূলত অ্যামোনিয়ার কারণে বের হয়। তবে অতিরিক্ত দুর্গন্ধযুক্ত হলে অবশ্যই শারীরিক সমস্যার আগাম ইঙ্গিত।

ব্যাকটেরিয়ার কারণে মূলত প্রস্রাবে বেশি দুর্গন্ধ হয়। ফলে প্রস্রাব থেকে দুর্গন্ধ বের হলে সতর্ক থাকুন।

অনেকসময় দুর্গন্ধের পাশাপাশি প্রস্রাবে জ্বালা ধরা, বারবার প্রস্রাব যাওয়া অন্য রোগের লক্ষণ দেখা যায়।

প্রস্রাবে অতিরিক্ত গন্ধ বের হওয়া আরও কারণ হল সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন।

এছাড়া কিডনিতে সমস্যা দেখা দিলে,পাথর জমলে প্রস্রাবে দুর্গন্ধ বের হয়।