প্রিয়জনের মৃত্য়ুতে শোকস্তব্ধ পরিবার চান যেন তাঁর শেষকাজ রীতি মেনে সম্পন্ন হয়।
শবদেহের পাশ থেকে সরে যাওয়া একেবারেই উচিত নয়। তার পিছনে রয়েছে কয়েকটি বিশেষ কারণ...
সনাতন হিন্দু ধর্মের নিয়ম অনুসারে কোনও হিন্দু ব্যক্তির মৃত্যুর পর শবদাহকে কখনও একা রাখা যায় না।
গরুর পুরাণে বলা হয়েছে, মৃতদেহকে কখনও একা রাখা উচিত নয়। কেউ না কেউ শবদেহ ছুঁয়ে থাকেনই।
পুরাণ মতে, রাতের দিতে প্রেত্মারা ঘুরে বেড়ান। যদি কোনও শবদেহ অরক্ষিত থাকে, তাহলে সেই দেহে দখল নিতে পারে ভূত-প্রেতাত্মারা।
মৃত্যুর পরও দেহের আত্মা শরীর ছেড়ে বেশি দূরে যেতে পারে না। শরীরের আশেপাশেই থাকে। একলা ফেলে রাখলে সেই আত্মা কষ্ট পায়।
শবদেহে যাতে পিঁপড়ে বা পতঙ্গের উপদ্রব শুর না হয় , তার জন্যও নজর রাখতে একজনকে পাশে থাকতে হয়।
বিশ্বের সব ধর্মেই মৃতের অন্ত্যোষ্টিক্রিয়া নিয়ে নানান রীতি রয়েছে।