চোখের চারপাশ ত্বকের উপরিতল তুলনামূলকভাবে পাতলা হয়।

চোখের চারপাশের ত্বক বেশ সেনসিটিভ হয়।

তাই ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য আইক্রিম ব্যবহার করা জরুরি।

এতে চট করে চোখে নীচে কালচে দাগ দেখা যায় না।

চোখের চারপাশে আইক্রিম দিয়ে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন উন্নত হয়।

এতে খুব সহজে ডার্ক সার্কেলের সমস্যা এড়ানো যায়।

চোখের চারপাশে বলিরেখা আটকাতে রোজ রাতে আইক্রিম ব্যবহার করুন।