প্রতিদিন চুমু খেলে মুখের পেশি সক্রিয় হয়। এতে আপনি পারফেক্ট জ লাইন পেতে পারেন।

পাশাপাশি চুমু খেলে ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধি পায়। এতে সহজে মুখে বয়সের ছাপ পড়ে না।

২০০৬ সালের এক গবেষণায় দেখা গিয়েছে চুমু খেলে র‍্যাশ, অ্যালার্জির সমস্যা কমতে পারে।

ওই গবেষণায় জানা গিয়েছে, চুমু খেলে ত্বকের প্রদাহ কমে। এতেই ত্বকের যাবতীয় সমস্যা কমে যায়।

তাছাড়া চুমু খেলে হ্যাপি হরমোনের মাত্রা বাড়ে। এতে ত্বকের জেল্লা বাড়ে।

চুমু খেলে অক্সিটোসিন নামের হ্যাপি হরমোন বেশি উৎপন্ন হয়। এই হরমোন ব্রণর সমস্যা কমায়।

সুতরাং বুঝতেই পারছেন যে, চুমু খেলে আপনার ত্বকের জেল্লা বাড়বেই।