লেবুর রসের মধ্যে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড রয়েছে
এগুলো যখন ক্যাফেইনের সঙ্গে মেশে তখন বিপাকীয় হার বেড়ে যায়।
দুধ-চিনি ছাড়া এক কাপ ব্যাল্ক কফিতে অর্ধেকটি লেবুর রস মিশিয়ে নিন
ইচ্ছা হলে সামান্য দারুচিনির গুঁড়োও মিশিয়ে নিতে পারেন।
এটি নিয়মিত পান করলে ওজন কমবে।