বেশিরভাগ মানুষের ধারণা তেল মাখলে খুশকির সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে।

বিশেষজ্ঞদের মতে, শুষ্ক স্ক্যাল্পের সমস্যা খুশকির সমস্যা বাড়িয়ে তোলে।

আর্দ্রতার অভাবে খুশকির সমস্যা বেড়ে যায়।

কিন্তু এমন কোনও প্রমাণ নেই যে তেল মালিশের কারণে খুশকির সমস্যা বাড়ে।

বরং, তেল মেখেও আপনি খুশকির সমস্যা দূর করতে পারেন।

নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলে লাগাতে পারেন। এতে খুশকি কমে যাবে।

তাছাড়া, সপ্তাহে ১-২ বার তেল মালিশ করলে স্ক্যাল্প ও চুল ভাল থাকে।