বিউটি ব্লগারদের কথা শুনে ব্রণর উপর টুথপেস্ট লাগাচ্ছেন? মারাত্মক ভুল করছেন কিন্তু।
ব্রণ সমস্যা থেকে রেহাই পাওয়ার সমাধান কখনও টুথপেস্ট হতে পারে না।
টুথপেস্টের মধ্যে বেকিং সোডা ও পারক্সাইড থাকে, যা ব্রণকে শুকনো করে তোলে।
কিন্তু এটি ব্রণর সমস্যা থেকে সম্পূর্ণরূপে রেহাই দেয় না। বরং নিয়মিত এটা ব্যবহার করলে ত্বকের ক্ষতি হয়।
ব্রণর উপর টুথপেস্ট লাগালে এটি ত্বককে সংবেদনশীল করে তোলে।
পাশাপাশি টুথপেস্ট ব্যবহারের ফলে ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য নষ্ট হয়ে যায়।
ব্রণ কমলেও টুথপেস্ট ব্যবহারের ফলে ত্বকে বিচ্ছড়ি দাগ হয়ে যায়। তাই এই উপায় এড়িয়ে চলুন।