মুখের ত্বকের যেমন যত্ন নেন, তেমনি নখেরও যত্ন নেওয়া প্রয়োজন।
একটু বড় হলেই হাতের ও পায়ের নখ ভেঙে যায়? ঘরেই এই সহজ উপায়ে নখের যত্ন নিতে পারবেন।
হাতের পাশাপাশি নখেও ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তাতে হাত ও নখের চামড়া নরম থাকবে।
নখের কিউটিকলের পাশেও ময়েশ্চারাইজার প্রলেপ দিন। আর্দ্রতা বজায় থাকবে। ।
নখ ভেঙে যাওয়ার প্রবণতা থাকলে বাড়তে দেবেন না নখ। নখ ফাইল করার আগে হাত ধোয়া বা স্নান করবেন না।
বাড়িতে কাপড় কাচা, বাসন মাজার সময় গ্লাভস পরুন। হাত বারবার ভিজে থাকলে নখের অবস্থা শোচনীয় হয়ে যায়।
নখে কি সবসময় নেইল পলিশ পরেই থাকেন? রাসায়নিকের প্রভাবে নখ হলদেটে হয় ও ভঙ্গুরে পরিণত হয়।