কুকুর কামড়ে আতঙ্ক নয়, প্রাথমিক চিকিত্সা করুন বাড়িতেই
এমনিতে কুকুর অত্যন্ত শান্ত স্বভাবের। তবে হঠাত করে যদি কুকুরে কামড়ে দেয় তাহলে কী করবেন?
প্রাথমিক চিকিত্সা হিসেবে প্রথমে যে খানে কামড়াবে বা আঁচড়াবে, সেখানে প্রথমে সাবান দিয়ে ভাল করে পরিষ্কার করে নিন।
পরিষ্কার করা হলে ডেটল গিয়ে জায়গাটি একবার তুলোর বল দিয়ে ট্যাপ করে নিন। পারলে হাসপাতালে গিয়ে দ্রুত র্যাবিস ইনজেকশন নিয়ে নিন।
তবে বেশ কিছু বিদেশি হিংস্র টাইপের কুকুর যদি কামড়ে মাংস তুলে নেয়, তাহলে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে ভরতি করান।
বাড়ির পোষা কুকুর কামড়ালেও অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন নিতে হবে। অন্যদিকে, রাস্তার কুকুর কামড়ালেও ভ্যাকসিন নিতে হবে।