অ্যাপটির নাম পেটনাও।
তৈরি করেছে স্যামসাংয়ের সি-ল্যাব স্টার্টআপ।
এই অ্যাপের সাহায্যে আগে থেকেই ফোনে কুকুরছানার নাকের ছাপ নিয়ে রাখা হবে।
পরে সেই ছানা হারিয়ে গেলে নাকের ছাপের সাহায্যেই তাকে খুঁজে বের করবে অ্যাপটি।
এর ফলে এবার থেকে আর পোষ্যের শরীরে মাইক্রোচিপ ঢুকিয়ে রাখতে হবে না।