হিন্দু ধর্মে দান করাকে অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়।
দান করলে শুধু ভগবানের আশীর্বাদ পাওয়া যায় না, ঘরে সুখ, শান্তি ও আশীর্বাদ আসে।
মন্দিরে দান করলে দেব-দেবী প্রসন্ন হন ও তাদের আশীর্বাদ সবসময় আপনার উপর বর্ষিত থাকে।
কিন্তু কোন মন্দিরে কোন কোন দেবদবীদের কি কি জিনিস দান করা উচিত, জানেন না অনেকেই।
কমলা কাপড় বজরংবলীর খুব প্রিয়। মঙ্গলবার হনুমান মন্দিরে একটি কমলা রঙের কাপড় দান করলে হনুমানের কৃপা পাওযা যায়।
মেকআপ কোনও দেবীর মন্দিরে দান করা উচিত। তাতে ভক্তদের প্রতি তার সদয় হোন দ্রুত।
কাছাকাছি যদি নতুন মন্দির তৈরি করা হয়, তাহলে দেবতার মূর্তি দান করা উচিত। তাতে আশীর্বাদ মেলে।