শুভকাজে নারকেল ভাঙবেন না মহিলারা! কেন জানেন?

সাধারণত পুরুষরাই নারকেল ভাঙার কাজ করেন। অনেক সময় মহিলারাও করে থাকেন।

কিন্তু জ্যোতিষশাস্ত্রে নারকেল ভাঙার কাজ মহিলাদের করার নিয়ম নেই।

বেদপুরাণেও নারকেলের গুরুত্ব উল্লেখ রয়েছে। যে কোনও পুণ্যকাজে ও শুভ কাজে নারকেলের ব্যবহার করা হয়।

শাস্ত্র ও পুরাণ অনুযায়ী নারকেলের অপর নাম হল শ্রীফল। জ্যোতিষশাস্ত্রেও নারকেলের গুরুত্ব রয়েছে।

জানা যায়, মহাদেব ছাড়া সমস্ত দেবতাকেই নারকেল নিবেদন করা যায়।

লোকবিশ্বাস, মহিলাদের নারকেল ভাঙা অশুভ। কারণ নারকেল ভাঙা মানেই এক শিশুকে আঘাত করার সমান