ভারতের সবচেয়ে জনপ্রিয় পানীয় হল চা
বাড়িতে কোনও অতিথি এলেই তাঁকে প্রথম চা দেওয়া হয়
তবে জানেন কি চা বার বার ফুটিয়ে খাওয়া ঠিক নয়
কারণ চায়ের মধ্যে থাকে ট্যানিক অ্যাসিড
আর এই চা বেশিবার গরম করলে তা লিভারের জন্য ক্ষতিকারক হয়ে ওঠে
এতে শরীরে উপস্থিত উপকারী উপাদানগুলোর কর্মক্ষমতা কমে যায়
লিভারের সমস্যা একবার ধরলে সেখান থেকে আসতে পারে নানা শারীরিক জটিলতা