Untitled design - 2022-08-27T081628.644

লিপস্টিক লাগানোর সময় ভুলেও এইগুলি করবেন না!

Untitled design - 2022-08-27T081710.562

যাদের ঠোঁটের রঙ কালচে, লিপস্টিক লাগানোর আগে  কন্সিলার ও ফাউন্ডেশন বেস লাগিয়ে নিন। তারপর আপনার পছন্দের লিপস্টিক লাগান।

Untitled design - 2022-08-27T081726.360

টিস্যু পেপার নিয়ে ঠোঁটের উপর হালকা চাপ দিয়ে অতিরিক্ত লিপস্টিক তুলে ফেলুন।

Untitled design - 2022-08-27T081549.110

লিপস্টিক লাগানোর পর ঠোঁটে লেগে থাকা অতিরিক্ত লিপস্টিক তুলে ফেলা প্রয়োজন।

লিপস্টিক লাগানোর আগে লিপ লাইনার দিয়ে ঠোঁটের আউটলাইন করুন। তারপর লিপস্টিক লাগান।

ম্যাট লিপস্টিক লাগানোর পর ঠোঁট হালকা শুষ্ক হয়ে যায়। তাই আগে ঠোঁটে হালকা করে ময়েশ্চারাইজার লাগান।

ঠোঁটে সরাসরি লিপস্টিক লাগালে লিপস্টিক ঘেঁটে যেতে পারে, তাই ব্রাশের সাহায্যে লিপস্টিক লাগাতে পারেন।

লিপ লাইনার অবশ্যই লিপস্টিকের শেডের সঙ্গে ম্যাচিং হতে হবে।