মেকআপ সেট করতে বা ঘাম কমানোর জন্য মুখে কখনও ডিওডোরেন্ট স্প্রে করবেন না।

ঘি, বাটার জাতীয় কোনও জিনিস যেন ভুলেও মুখে লাগাবেন না। তাতে ব্রণর প্রবণতা বেড়ে যাবে।

চুলে শ্যাম্পু করা সময় অনেকে মুখেও তা মেখে নেন। এমনটা কখনও করবেন না।

বডি লোশন আর ক্রিম দুটো জিনিসই আলাদা।  ত্বকের জন্য বডি লোশন অনেকটাই ভারী।

মুখে কখনও সুগন্ধী-যুক্ত উপাদান না প্রয়োগ করা হয়, তা নজরে রাখা প্রয়োজন।

ফেসমাস্ক তৈরি সময় কখনও মেয়োনিজ, বা আঠালো জাতীয় উপাদান ব্যবহার করবেন না।

ভুলেও কখনও ভিনিগার ব্যবহারের পর হাত-পা ভাল করে ধুয়ে নিন তারপর মুখে হাত দিন।