বিমানে উঠে ভুলেও এই কাজ কখনও করবেন না

যে কোনও প্রয়োজনে আপনি বিমানসেবিকাদের ডাকতেই পারেন। তবে তাদের স্পর্শ করার অধিকার আপনার নেই।

কোনও কারণ ছাড়াই তাদের বার বার ডেকে বিরক্ত করবেন।

একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই খাবার পাওয়া যেতে পারে। তার পরে আর নয়। গন্তব্যে খুব কাছে এসে বিমানসেবিকাদের কাছে খাবার চাওয়া উচিত নয়।

বিমানে ওঠা মাত্রই জল চাইবেন না। কারণ সেই সময়ে যাত্রী-নিরাপত্তা সম্পর্কিত একাধিক কাজ থাকে সেবিকাদের।

বিমানে যাতায়াত করলে কখনও কনট্যাক্ট লেন্স পরবেন না। কারণ বিমানের ভিতর অনেকটাই শুষ্ক থাকে, তাই চোখের সমস্যা তৈরি হতে পারে।

ওষুধ খাওয়ার থাকলে তাই বিমানে চাপার আগেই খেয়ে ফেলুন।

বিমানের ভিতর কখনও খালি পায়ে হাঁটাচলা করবেন না।

খুব ভারী ব্যাগ নিয়ে বিমানে উঠলে তা সেবিকার হাতে দেবেন না।

খুব প্রয়োজন না পড়লে বিমানে ব্যবহৃত চাদর, বালিশ ব্য়বহার করবেন না। ছারপোকা, জীবাণুর আতুড়ঘর।