শীতে শ্বাসকষ্টের সমস্যাও দেখা দেয়। এতে তুলসীর চা পান করতে পারেন।
ঠান্ডা লেগে বুকে কফ জমে যায়। তুলসীর চায়ে চুমুক দিলে আরাম পাবেন।
এছাড়াও খুসখুসে কাশির সমস্যাও দূর করে দেবে তুলসীর চা।
রোজ সকালে এই চা পান করলে বাতের ব্যথা কমবে, গ্যাসের সমস্যা দূর হবে।
এই চা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে।
সসপ্যানে জল গরম করে আদা ও তুলসী পাতা ফুটিয়ে নিন।
জলটি ছেঁকে একটি টিব্যাগ ডুবিয়ে দিন। মধু মিশিয়ে পান করুন তুলসীর চা।