শীতে গ্যাস, বদহজমের সমস্যা বেড়ে যায়। সুস্থ থাকতে চুমুক দিন হিংয়ের জলে।
হিংয়ের জলে অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।
ঋতুস্রাবের সময় হওয়া তলপেটের যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে হিংয়ের জল।
হিংয়ের জল পান করলে ওজনও কমে। ওজন কমাতে এটি ডিটক্স ওয়াটার হিসেবে পান করতে পারেন।
হিংয়ের জল পান করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
এক গ্লাস গরম জলে এক চিমটে হিং মিশিয়ে পান করুন।
সকালে খালি পেটে হিংয়ের জল পান করলে এটি শরীর থেকে দূষিত পদার্থ দূর করে দেয়।