এমন অনেকেই রয়েছেন, যাঁরা প্রতিদিন ডিটক্স ওয়াটার পান করেন।
এই ডিটক্স ওয়াটার শুধু স্বাস্থ্যের খেয়াল রাখে না, ত্বকেরও যত্ন নেয়।
ডিটক্স ওয়াটার শরীর থেকে সমস্ত দূষিত পদার্থ বের করে দেয়।
এতে ত্বকে ফুসকুড়ি, ব্রণ, র্যাশ হওয়ার সম্ভাবনা কমে যায়।
ডিটক্স ওয়াটার শরীরের পাশাপাশি ত্বককেও হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
ডিটক্স ওয়াটার পান করে আপনি সহজেই রুক্ষ-শুষ্ক, নিস্তেজ ত্বকের সমস্যা দূর করতে পারবেন।
ডিটক্স ওয়াটার তৈরি করতে একটা শসা ও পাতিলেবু গোল-গোল করে কেটে নিন।
এক জার জলে শসা, লেবু, পুদিনা মিশিয়ে দিন। জারটা সারারাত ফ্রিজে রেখে দিন।
পরদিন এই ডিটক্স ওয়াটার সারাদিন ধরে পান করুন।