প্লাস্টিকের বোতলে জল পান করা উচিত নয়
এটা কমবেশি সকলের জানা
কিন্তু তা সত্ত্বেও এই বিষয়ে সতর্কতা অবলম্বন করেন আর ক'জন
কেন প্লাস্টিকের বোতলে জল পান করা বিপজ্জনক জানেন?
প্লাস্টিকের বোতল তৈরিতে বিপিএ ব্যবহার করা হয়
যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক
এছাড়াএ প্লাস্টিকের বোতলে জল রাখলে কার্সিনোজেনিক যৌগ থেকে যায়
সূর্যালোকের সংস্পর্শে এলেই প্লাস্টিক বোতলে ডায়োক্সিন নামে এক ধরনের বিষাক্ত উপদানের জন্ম হয়
এই উপাদানটি জলের সঙ্গে বারে বারে শরীরে প্রবেশ করলে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়