মুম্বইয়ের মুখার্জী পরিবারে দুর্গা পুজো বিখ্যাত।
বছরের এই সময়টা পুরো পরিবার প্রায় প্রতিদিন উপস্থিত থাকেন মণ্ডপে।
এবারও কাজল, তনুজা, তানিশা, রানি, অয়ন, সম্রাট সকলেই রয়েছেন পুজো মণ্ডপে।
কাজলের ছেলে যুগকে দেখা গেল ভোগ পরিবেশন করতে।
কাজল সেই ভিডিয়ো পোস্ট করে লেখেন ঐতিহ্য বহন করছে তাঁর ছেলে।
পরিবারের বাইরেও বলিউডের প্রায় সকলেই এই পুজোর অংশ হন।
অয়নের ছবি ব্রহ্মাস্ত্র-তে যেন এই পুজোরই ছাপ পড়েছে।