ইয়ারবাড কেনার আগে অত্যন্ত জরুরি কয়েকটি বিষয় জেনে রাখুন।
আপনাকে প্রথমেই একটি বাজেট ঠিক করতে হবে।
তারপর সেই বাজেটের মধ্যে বাজারে কী-কী ইয়ারবাডস আছে দেখুন।
ইয়ারবাডে যেন অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন থাকে।
এছাড়াও টাচ সেন্সর রয়েছে কি না দেখে নিন।
এতে ফোন পকেটে থাকলেও সহজেই কল রিসিভ করতে পারবেন।
গানের সাউন্ড কমাতে বাড়াতেও কাজে লাগবে ওই সেন্সর।