উত্‍সবে মিষ্টিমুখ মাস্ট। ভাই বা দাদার পছন্দের মিষ্টি এবার বানান নিজের হাতেই।

ভাইকে দিন নিজের হাতে বানানো সুস্বাদু হালওয়া

সুজি-বেসন হালওয়া: খুব সহজ এই রেসিপিটিকে সাধারণত সুজি কা হালওয়া বলা হয়। বেসন আর সুজি দিয়ে তৈরি অসাধারণ স্বাদের এই মিষ্টিটা চটপট বানিয়ে নিতে পারবেন।

মুগ ডালের হালওয়া:মুগ ডালের পেস্ট, ঘি, চিনি ও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে বানিয়ে নিতে পারবেন এমন সুস্বাদু ভারতীয় মিষ্টি।

আট্টে কা হালওয়া: আটা, ঘি,চিনি, জল, কিসমিস, দারুচিনি, আমন্ড ও পেস্তা গিয়ে তৈরি এই হালওয়া শুধু জিভে নয়, মনেও দাগ কেটে থাকবে।

কলা দিয়ে হালওয়া: রাখীর উত্‍সবে খুব সহজ একটি রেসিপি। কলার পেস্ট, ঘি, চিনি, দারুচিনির পাউডার মিশিয়ে বানিয়ে ফেলুন জিভে জল আনা হালওয়ার রেসিপিটি।

চানা ডাল হালওয়া: চানা ডাল, রোস্টেড ড্রাই ফ্রুটস ও ঘি দিয়ে তৈরি এই হালওয়া শুধু রাখী উত্‍সবেই নয়, যে কোনও সময়েই বানিয়ে নিতে পারেন।