মাথাভর্তি পাকা চুল সহজেই কালো করবেন কীভাবে?

পেয়াঁজ ভালোভাবে বেটে ঘন পেস্ট তৈরি করে স্ক্যাল্পে ব্যবহার করুন। আধঘন্টা পরে তা শুকিয়ে গেলে ভালোভাবে জল দিয়ে ধুয়ে ফেলবেন।

প্রথমে নারকেল তেলের সঙ্গে কারিপাতা ভালোভাবে ফুটিয়ে নেবেন। তারপর সেই তেল ছেঁকে প্রতিদিন চুলে মাসাজ করুন।

প্রথমে অল্প জলে ২ টেবিল চামচ চা পাতা ভালোভাবে ফুটিয়ে সেই জল ঠান্ডা করে চুলে ব্যবহার করুন।

৩ টেবিল চামচ আমলা পাউডার, ৩ টেবিল চামচ হেনা পাউডার, আর এক চা চামচ কফি পাউডার মিশিয়ে ব্যবহার করতে পারেন।

কয়েক সপ্তাহ টানা করার পর ধীরে ধীরে ফল পাবেন।