গরমে দারুণ উপকারী! ১৫ মিনিটেই তৈরি করুন ছাতুর রেসিপি

গরমে খান প্রোটিন-সমৃদ্ধ ছাতুর পরোটা। দই বা আচারের সঙ্গে গরম গরম খেতে পারেন।

ডাল ও ভাতের সঙ্গে এই গরমে আরাম পেতে চটপট তৈরি করুন ছাতুর ভর্তা।

ছাতু, দেশি ঘি আর পাউডারড গুড় দিয়ে চটপট বানিয়ে ফেলুন লাড্ডু।

একটি গ্লাসে ছাতু, মশলা বাটারমিল্ক, নুন আর গোলমরিচ, চাটমশলা, লেবুর রস আর ধনে পাতা কুচিয়ে শরবত বানান।

ছাতু, দুধ আর পাউডারড গুড় দিয়ে বানান পুষ্টিকর ছাতুর পায়েস।