ময়দা, কোকো পাউডার, বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে নিন
মাখন গলিয়ে তার মধ্যে পরিমাণ মতো ব্রাউন সুগার, কাস্টার সুগার, ভ্যানিলা এসেন্স রেড ফুড কালার মিশিয়ে নিন
এবার ময়দা আর মাখনের মিশ্রণের মধ্যে চার চামচ দুধ দিন
চকো চিপস আর ১/২ চামচ ভিনিগার ভাল করে মিশিয়ে নিন
এবার বেকিং ট্রে -তে বাটার ব্রাশ করে বেক করলেই তৈরি কুকিজ