শ্যাম্পুর বদলে আপনি ব্যবহার করতে পারেন অ্যাপেল সাইডার ভিনিগার।

এতে স্ক্যাল্পে জমে থাকা সব ধুলো-ময়লা দূর হয়ে যাবে।

যদি চুল রং করিয়ে থাকেন, তাহলে অ্যাপেল সাইডার ভিনিগার শ্যাম্পুর ভাল বিকল্প।

সাধারণ শ্যাম্পুর মতো রং হালকা হয়ে যাওয়ার ভয় এতে থাকে না।

প্রাণহীন চুলে জেল্লা ফেরানোর জন্য দারুণ কাজ দেয় অ্যাপেল সাইডার ভিনিগার।