নিয়মিত মাথার ত্বকের ম্যাসাজ করে রক্তের সঠিক প্রবাহে সাহায্য করুন।
সঠিক ও সুষম খাবার খান। তাতে স্বাস্থ্যকর চুল গজাতে সাহায্য করে।
স্ট্রেসের কারণে অতিরিক্ত চুল ঝরে টাক পড়ে যায়। নিয়মিত ব্যায়াম, ধ্যান ও ঘুম দিন।
চুল পড়ার সমস্যা এড়াতে পেঁয়াজের রস, ভৃঙ্গরাজ প্রভূতি ভেষজ প্রতিকার ব্যবহার করতে পারেন।
ব্রাশ করার সময় বা স্টাইলের সময় যত্ন নিয়ে চুলে ব্রাশ করুন।
চুল ব্লিচ করা থেকে অবশ্যই দূরে থাকা উচিত।