নতুন জুতো পরলে পায়ে ফোস্কা পড়বেই
জুতোর সঙ্গে চামড়ার ঘষা লাগলে তখনই ফোস্কা পড়ে
তবে এই ফোস্কা নিয়ে চলতে যেমন খুব অসুবিধে হয় তেমনই ব্যথাও থাকে
আর তাই ফোস্কা পড়া স্থানে প্রথমেই খুব ভাল করে বরফ ঘষে নিন, এতে আরাম পাওয়া যায়
হাতের সামনে সব সময় ব্যান্ড এঅড রাখুন, এতে ইনফেকশনের কোনও সম্ভাবনা থাকে না
ফোস্কার ঘরোয়া টোটকা হিসেবে কাজে আসে টুথপেস্টও
নারকেল তেল আর কর্পূর একসঙ্গে মিশিয়ে ভাল করে লাগান, এতেও অনেক কাজ হয়