গরমে ক্লান্ত হয়ে পড়ছেন?
চটজলতি এনার্জি পেতে খান এই সব খাবার
প্রোটিন সমৃদ্ধ দই শরীরে শক্তি জোগায় ও ক্লান্তি দূর করে
ডাবের জলে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম উপস্থিত
যা শরীরের জন্য ভীষণ জরুরি উপাদান। এবং শরীরে ততক্ষণাৎ চাঙ্গা করে দেয়
কলাতে পটাশিয়াম রয়েছে। ক্লান্তি মেটাতে কলা খেতে পারেন
পটাশিয়াম যুক্ত রাঙা আলু শরীরে শক্তি আনে
ডিমে প্রোটিন ও ভিটামিন B রয়েছে যা ক্লান্তি মিটিয়ে শরীরে শক্তি জোগায়