সুন্দর, চকচকে ত্বক পেতে অনেক ক্রিম এটা-ওটা তো ব্য়বহার করলেন

 জানেন কি এসব ছাড়াও সুন্দর, জেল্লাদার ত্বক পাওয়া সম্ভব?

এমন কিছু ফল রয়েছে যার গুণে ত্বক হবে সুন্দর

কমলালেবুতে ভিটামিন সি রয়েছে যা খেলে ত্বকের জেল্লা বাড়ে

 আপেলে রয়েছে ভিটামিন এ, বি কমপ্লেক্স ও  সি

যা ত্বক টানটান করে ও উজ্জ্বলতা বাড়ায়

এছাড়া কলাতে রয়েছে ভিটামিন এ বি ও অ্যান্টি-অক্সিডেন্ট

যা ত্বকের দাগ-ছোপ কমিয়ে ত্বক টানটান ও সুন্দর করে