কোলেস্টেরলের বাড়বাড়ন্ত নিয়ে ছেলেখেলা নয়। এখান থেকেই হৃদরোগের ঝুঁকি আসে।
কোলেস্টেরলের মাত্রা বাড়লে আপনাকে চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে।
পাশাপাশি ড্রাই ফ্রুটস খেলে আপনি কোলেস্টেরলের মাত্রা কমাতে পারেন।
রোজ সকালে ভেজানো আমন্ড খান। এতে ফাইবার রয়েছে, যা কোলেস্টেরলের মাত্রা কমায়।
কোলেস্টেরলের মাত্রা কমাতে আপনি পেস্তা খেতে পারেন। কিন্তু রোস্টেড পেস্তা এড়িয়ে চলুন।
আখরোটে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আছে, যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।
বাদামের পাশাপাশি এমন কিছু বীজও রয়েছে যা কোলেস্টেরলের মাত্রা কমায়।
ফ্ল্যাক্স সিড এক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর। এতেও রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড।
এছাড়া সাদা তিলের তৈরি খাবার খেতে পারেন। কোলেস্টেরল বশে থাকবে।