ভ্রমণে গিয়ে বা ভ্রমণে করে বাড়িতে আসার পর চুলের অবস্থা বলার মত থাকে না।

সূর্যের তাপ ও শুষ্কতা, নতুন জায়গার জল-আবহাওয়ায় চুলের স্বাস্থ্যের কোনও ঠিক থাকে না।

সমু্দ্র সৈকতে গেলে অবশ্যই ছায়াতে থাকার চেষ্টা করবেন।  রোদের নীচে থাকলে চুলের অবস্থা আরও খারাপ হয়।

রাসায়নিকযুক্ত শ্যাম্পু ও সরাসরি সূর্যের তাপ থেকে দূরে থাকুন।

ভ্রমণে গিয়েও শ্যাম্পু করুন। সঙ্গে কন্ডিশনার, সিরাম ও হেয়ার প্যাক সঙ্গে নিয়ে যান।

প্রতিদিন সকালে বাইরে যাওয়ার আগে চুল ধুয়ে ফেলতে পারেন।

চুলের জন্য ক্লিপ, ব্যান্ড, স্কার্ফ অবশ্যই নেবেন। যতটা সম্ভব চুল ঢেকে রাখার চেষ্টা করুন।