এককাপ দুধের সঙ্গে দেড় চামচ লেবুর রস দিয়ে বাটার মিল্ক বানিয়ে নিন
এবার একটা বড় বোলে এক কাপ ভেজিটেবল অয়েল আর এককাপ চিনি ভাল করে ফেটিয়ে নিন
এবার বাটার মিল্ক মিশিয়ে নিন। ভাল করে ফেটিয়ে ময়দা, বেকিং পাউডার, কোকো পাউডার আর বেকিং সোডা মিশিয়ে নিন
এবার প্রিহিট করে মোল্ডে বসিয়ে দিলেই তৈরি কেক
এবার প্যানে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করুন। ক্যারামেল হলে ওর মধ্যে মাখন মিশিয়ে দিন। এবার ওর মধ্যে মিশিয়ে দিন হাফ কাপ ক্রিম
এবার চকোচিপসের মধ্যে ওই ক্যারামেল সস মিশিয়ে দিন। তিন থেকে ৪ ঘন্টা রাখতে হবে। এবার ঠান্ডা করে কেকে সুন্দর করে লেয়ার করে নিলেই তৈরি চকোলেট কেক