সবেমাত্র আশার আলো দেখতে শুরু করেছিল

কিন্তু আবারও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল 'এক ভিলেন রিটারন্স'

রবিবার আর্থিক সাফল্য কিছুটা হলেও সোমবার দেখা গেল চিত্রটা উল্টো

সোমবার ওই ছবি আয় করেছে ২ কোটি ৮৫ লক্ষ টাকা

চার দিনে ওই ছবির মোট আয় ২২ কোটির কাছাকাছি

৫০ কোটিও ওই ছবি ছুঁতে পারবে কিনা তা নিয়ে সন্দেহে সমালোচকরা

আবারও হিন্দি ছবি ব্যর্থ, সাফল্যের মুখ দেখবে কবে?