ই-স্কুটার কেনার আগে গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দেওয়া জরুরি।

ব্যাটারি ও ওয়ারেন্টির দিকে নজর রাখুন।

ইলেকট্রিক স্কুটারের দামের অধিকাংশ খরচ হয় ব্যাটারির উপর।

ব্যাটারিতে সমস্যা হলে ফ্রি অফ কস্ট সারিয়ে নিতে পারবেন।

রেঞ্জ সম্পর্কে সব জেনে নেবেন।

ইলেকট্রিক মোটরও যাচাই করে নেওয়া জরুরি।

ব্যাটারি কতক্ষণের মধ্যে চার্জ হবে তাও জানবেন।

স্কুটারে স্ট্যান্ডার্ড স্পিড আছে কি না জেনে নেবেন।

দামে কোনও অফার বা EMI সুবিধা রয়েছে কি না তাও জানা জরুরি।