ভারতে বৈদ্যুতিক যানবাহনের প্রতি গ্রাহকদের উৎসাহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

2022 সালে মোট 6,15,365টি ব্যাটারি চালিত স্কুটার ও বাইক বিক্রি হয়েছে দেশে।

2021 সালে বিক্রিত দু’চাকার গাড়ির সংখ্যা ছিল 1,51,685টি।

2021-র তুলনায় 2022 সালে দেশে বৈদ্যুতিক টু-হুইলারের বিক্রি 305.68 শতাংশ বেড়েছে।

TVS, Hero Electric, Bajaj ছাড়াও বর্তমানে Ola ও Ather সংস্থাও প্রচুর মডেল বিক্রি করছে।

ই-বাইক বিক্রির মূল কারণ হিসেবে পেট্রোলের ক্রমাগত মূল্যবৃদ্ধিও অনেকটা দায়ী।

চলতি 2023-এ বেচাকেনার অঙ্ক আরও বাড়বে বলেই আশাবাদী কোম্পানিগুলি।