স্মৃতিশক্তি বজায় রাখতে এতদিন পর্যন্ত ব্রাহ্মীশাকেই ভরসা রাখতেন সকলে
সেই আদ্যিকাল থেকে এই শাক খেয়েই নিজেদের মহিমা ধরে রাখতেন মুনি-ঋষিরা
তবে সমীক্ষা বলছে অন্য কথা। এবার পুদিনা পাতার গুণেই বাড়বে স্মৃতিশক্তি
পুদিনার নিজস্ব গন্ধ রয়েছে। এই গাছ থেকে প্রাপ্ত তেলের গুণেই কমছে উদ্বেগ, অবসাদ। দূর হচ্ছে ক্লান্তিও
শুধু তেল নয়, পুদিনা পাতা বেটে ব্যবহার করলেও হবে এই একই কাজ