25 September 2023
১০০০ কোটিতে 'জওয়ান'
১৮ দিনের মাথায় ইতিহাস। নিজেকে ছাপিয়ে নিজেই শাহরুখ খান এবার সেরার সেরা। ভারতের ইতিহাস এই দৃশ্যের সাক্ষী এই প্রথম।
মাত্র ১৮ দিনে ১০০০ কোটির ব্যবসা করে এখন চর্চার কেন্দ্রে কিং খানের 'জওয়ান'। শাহরুখ খান বলেই বোধহয় সম্ভব
একের পর এক রেকর্ড সেই হেরে যাওয়া জিরো অভিনেতার দখলেই। না, তবে শাহরুখ খান হারতে জানেন না। কারণ...
ওই যে তাঁর বিখ্যাত সংলাপ, হারকার জিতনে ওয়ালকো বাজিগর কেহেতে হ্যায়। শাহরুখ খানের বাস্তব জীবনের ছবিটাও তাই
শাহরুখ খানের কামব্যাক তিন ছবি নিয়ে দর্শক মনে উত্তেজনার পারদ তুঙ্গে ছিল, পাঠান ছবিও প্রথম কোনও হিন্দি ছবি যা ১০০০ কোটি স্পর্শ করেছিল
আর জওয়ান বিশ্বজুড়ে এবার ১০০০ কোটির ক্লাবে। আর মাত্র তিন সপ্তাহেই। এখনও তিন সপ্তাহ পুরণ হতে বেশ কিছুটা সময় বাকি
তার মাঝেই শাহরুখ খানের ছবি মোটা অঙ্কের টাকা আয় করে নিল। এখন দেখার তাঁর আগামী ছবি ডানকি ১০০০ কোটির গণ্ডি স্পর্শ করতে পারে কি না
শাহরুখ খান বরাবরই তাঁর কাজ নিযে বেশ সচেতন। বর্তমানে তাঁর অ্যাকশন হিরো অবতারও দর্শকদের মন তাই জয় করে নিল পলকে।
Learn more