ত্বকের যত্ন যে কোনও বয়স থেকেই নেওয়া যায়। সে ২০ বছর বয়স হোক বা ৪০ বছর। ৪০ বছর স্পর্শ করার পর থেকেই ত্বকের বিশেষ যত্ন নেওয়া দরকার।
বলিউডের অন্যতম তারকা অভিনেত্রী তথা প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের বিউটি সিক্রেট অনুসরণ করতে পারেন। কারণ তিনি প্রাকৃতিক বিষয় বেশি ভরসা রাখেন।
কারণ এই চল্লিশোর্দ্ধো অভিনেত্রী একাধারে একজন মা ও অন্য়দিকে পর্দায় এখনও রূপের ছটায় মোহিত করে চলেছেন দর্শককূলকে।
একজন মায়ের ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি দিন যাতে সুন্দর হয়ে ওঠে, তার জন্য নিজেকে তৈরি করা প্রয়োজন।
যদি আপনার বয়স ৪০ স্পর্শ করে ও ঐশ্বর্য রাই বচ্চনের মতো উজ্জ্বল ও পরিস্কার ত্বক চান, তাহলে প্রতিদিন এই নিয়মগুলি মেনে চললেই পাবেন সুফল।
– হাইড্রেশন: ঐশ্বর্যা মনে করেন, ত্বকের সৌন্দর্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল হাইড্রেশন । ত্বককে সুস্থ রাখতে পর্য়াপ্ত পরিমাণ জল পান করা আবশ্যিক।
শোনা যায় কেরালা থেকে তাঁর বিশেষ বিউটি প্রডাক্ট আসে। যা বেশ কিছু বিশেষ উপাদান দিয়ে তৈরি করা হয়। কোনও কেমিক্যাল থাকে না।
পাশাপাশি ডায়েটেও বিশেষ নজর রাখেন তিনি। কোনও জাঙ্কফুড খান না ঐশ্বর্য। পর্যান্ত পরিমাণে জল পান থেকে শুরু করে শরীরচর্চা সবটাই করেন তিনি।