হাতে নেই ছবি, জানেন আকাশ ছোঁয়া ঐশ্বর্যের পারিশ্রমিক
TV9 Bangla
খান বনাম বচ্চন, এই বিতর্কে একবার নিজেই নাম লিখিয়েছিলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। বলিউডের অন্দরমহলে তখন তাঁর দাপুটে রাজত্ব।
বচ্চন পরিবারের বউ হলেও একের পর এক কাজ তখন তাঁর ঝুলিতে। এমনই সময় ‘কফি উইথ করণ’ শো-তে এসে কারণ জোহারের মুখোমুখি হয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন।
করণ তাঁকে প্রশ্ন করেছিলেন শাহরুখ খান, সাইফ আলি খান, আমির খান, সলমন খান…, বছরভর তো খান সিজনই চলছে? উত্তরে বিন্দুমাত্র সময় না নিয়ে ঐশ্বর্য বলেছিলেন ‘সব সিজনেই বচ্চন। আর আমার নাম খান নয়।’
এভাবে বাঁকা কথায় শাহরুখ খান তথা বলিউডের খান প্রথাকে কটাক্ষ করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। কিন্তু বলিউডের যে সেই খানই সম্বল, তা বারবার প্রমাণিত।
কখনও সলমন খানের ৩০০ কোটি ঝড়, কখনও আবার সাইফ আলি খান-হৃত্বিক রোশনের বিক্রম বেদা নিয়ে জল্পনা তুঙ্গে। আর শাহরুখ খান বলিউড যে কখনও হাজার কোটির গণ্ডি পেরবে, তা হয়তো বুঝতেও পারিনি দর্শকেরা।
হঠাৎ করে ঐশ্বর্য রাই বচ্চনের এই পুরনো ভিডিয়ো কেন আবারও চর্চার কেন্দ্রে জায়গা করে নিল? এর সম্পূর্ণ কৃতিত্ব নেট দুনিয়ার, খান স্টারদের কটাক্ষ করা এই ভিডিয়ো পুনরায় ফিরিয়ে এনে হাতে গরম প্রমাণ দিতে ব্যস্ত ভক্তরা।
তবে একটা সময় একের পর এক হিট ছবি উপহার দিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। তিনি রাজত্ব করতেন অঙ্ক নেহাতই কম নয়। বর্তমানে তাঁর হাতে নেই ছবি, তবে তাঁকে ছবিতে নিতে গেলে দিতে হবে ১০ থেকে ১২ কোটি টাকা।
তবে প্রস্তাব মাঝে মধ্যেই বচ্চনবধূর কাছে পৌঁছিয়ে যাচ্ছে। কিন্তু তিনি কোনও ছবি করছেন কি না, সেই প্রসঙ্গে মুখ খোলেননি। ফলে তাঁর বলিউডে কাজ করা প্রসঙ্গে ধোঁয়াশা বর্তমান।